৪+৪/৪+২
জলের পাখি ডাহুক তুমি
কোয়াক কোয়াক ডাকো,
পাশের ঘরে খোকা ঘুমায়
চুপটি করে থাকো।
প্রেম বিরহে ডাহুক তুমি
থাকো বিভোর তবে,
তোমার মতো লাজুক প্রাণী
নেইতো নিখিল ভবে।
ডাহুক তুমি জলের উপর
চলো বর্ষাকালে,
সঙ্গীবিহীন পাগলের ন্যায়
ছোটো নানা ডালে।
সাদা কালো কেশে তোমায়
লাগে ভীষণ ভালো,
তোমার ঠোঁটটা আলতা রাঙা
যেমন দিনের আলো।
ছোট্ট লেজে ডাহুক তুমি
নেচে নেচে চলো,
ডিম তা দেওয়ার জন্য কেন
ডাহুকীরে বলো?
বাঁশ বাগানে বাঁশের ঝাড়ে
তোমার ছোট্ট বাসা,
কুচকুচে ওই কালো ছানা
দেখতে লাগে খাসা।
রচনাকালঃ
২৯/১০/২০২১
সুন্দর এবং সাবলীল ছড়া পদ্য। বাহ্।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।