ডাহুক পাখি

1179

149-5-600x337

HOME

৪+৪/৪+২

জলের পাখি ডাহুক তুমি
কোয়াক কোয়াক ডাকো,
পাশের ঘরে খোকা ঘুমায়
চুপটি করে থাকো।

প্রেম বিরহে ডাহুক তুমি
থাকো বিভোর তবে,
তোমার মতো লাজুক প্রাণী
নেইতো নিখিল ভবে।

ডাহুক তুমি জলের উপর
চলো বর্ষাকালে,
সঙ্গীবিহীন পাগলের ন্যায়
ছোটো নানা ডালে।

সাদা কালো কেশে তোমায়
লাগে ভীষণ ভালো,
তোমার ঠোঁটটা আলতা রাঙা
যেমন দিনের আলো।

ছোট্ট লেজে ডাহুক তুমি
নেচে নেচে চলো,
ডিম তা দেওয়ার জন্য কেন
ডাহুকীরে বলো?

বাঁশ বাগানে বাঁশের ঝাড়ে
তোমার ছোট্ট বাসা,
কুচকুচে ওই কালো ছানা
দেখতে লাগে খাসা।

রচনাকালঃ
২৯/১০/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “ডাহুক পাখি

    1. দারুণ মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।