জন্মদাগ

265506_n

এই শীতেও শব্দেরাও ক্লিষ্ট, ঘর্মাক্ত
একটি পংক্তির আশায় বসে আছি দৈব সময়
অথচ আশেপাশে কতো শব্দাঞ্জলি ওড়ছে
মুখরা নক্ষত্রের ঝাঁজ
বাসের লক্কড় ঝক্কর কাজ
তবে কি ওরাও সবাই মৃতদের মতো ঘুরছে?

কে জানে না.. শব্দেরা নিষিক্ত হলে ধীবর হয়
তখন তারাও ধীবরের মতো জলের সাথে কথা কয়
কেবল পেছনে পড়ে থাকে জন্মদাগ
এবার কিছুক্ষণ মাটির দিকে তাকাও সখিনা..
দেখো… সহসাই পড়ে গেছে রাগ….!!

2 thoughts on “জন্মদাগ

মন্তব্য প্রধান বন্ধ আছে।