আমার সবুজ মেয়েটা ভালো থাকুক

আমার সারাটা নিশি যখন ক্লান্তিহীন ফিরে আসে
আসে সদ্যোজাত কান্নার নতুন নতুন উপগত উপকরণ
আমি তখন আমার চিরচেনা সবুজ মেয়েটার কথা ভাবি
আমার সবুজ মেয়েটার আজন্মলালিত স্বপ্নিল…
গাঢ় লাল বুটিদার জমিনযুক্ত শাড়িটার কথা ভাবি
ভাবি কীভাবে সবাই….ভালোবাসার ঘাসফড়িং হয়,
মায়াবতী প্রজাপতি হয়; অথচ আমার সবুজ মেয়েটার
দিকে তাকিয়েও দেখে না; দেখার ফুরসৎ পায় না!

তার মুখের কালশিটে জেব্রাক্রসিংয়ের মতন স্থায়ী
চোখের কোণ ভিজে ভিজে ক্ষতরা হালের কৃষ্ণগহবর
অথচ সবাই মিছিল-,সভায় ভালোবাসার বারুদ ফুটায়
বলা যায় সেইসব আহ্লাদি শব্দদের এখন পোয়াবারো
আমার সবুজ মেয়েটার মুখে-চোখে কোনো রা নেই
কেবল ফ্যালফ্যাল চাহনিতে স্পষ্ট ঘৃণার পদচিহ্ন আছে!

তার মতো আমারও তেমন কোনো চাওয়া-পাওয়া নেই
তবে আমি জানি, সাপের বিষদাঁত ভেংগে নিরাপত্তা নিশ্চিত করা
অথবা সাপ থেকে নিরাপদ দুরত্বে অবস্থান
নেওয়ার কোনো বিকল্প নেই!
ভালোবাসা,আকাশ-সমুদ্র এইতিন, আমার আজন্ম ঋণ
তবুও আমার সামান্য চাওয়া. সবুজ মেয়েটা ভালো
থাকুক.. সে আমাদের সবাইকে ভালো রাখুক…..।।

1 thought on “আমার সবুজ মেয়েটা ভালো থাকুক

  1. তবুও আমার সামান্য চাওয়া. সবুজ মেয়েটা ভালো
    থাকুক.. সে আমাদের সবাইকে ভালো রাখুক…..।।

    আন্তরিক শুভকামনা প্রিয় কবি। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।