৪+৪/৪+১
গড়তে পারো মনকে যদি
সফল হবে কাজ,
ভালোবাসলে কাজকে তবে
থাকবে নাতো লাজ।
শ্রমিক হলো সোনার ছেলে
আমার দেশে ভাই,
তারই মতো সফল ছেলে
ধরার বুকে নাই।
হেসে খেলে কাজটি করে
বসে না তো রয়,
কাজ করিতে লাগে ভালো
থেকে থেকে কয়।
কাজ ছাড়া তো জীবন মুখে
আসে না তো সুখ,
কাজেই সবার সফলতা
নইলে আসে দুখ।
রচনাকালঃ
২২/০৮/২০২১
খুব সুন্দর উপলদ্বিকর কবি দা
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
খুব সুন্দর উপলদ্বিকর কবি দা ভাল থাকবেন
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল প্রিয় কবি।।
শুভ কামনা প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল।।
মনোমুগ্ধকর শুভ কামনা রইল নিরন্তর কবি ।
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল।।