৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ
কোথায় আছে জাগো সবাই থেকো না আর ঘরে,
কোরআন নিন্দা বাংলাদেশে বিধর্মীদের তরে।
নব্বই ভাগ ওই মুসলমানের দেশ নিন্দিত কোরআন,
কোরআনের মান রক্ষা জন্য সঁপে দাও দাও সব প্রাণ।
হাত গুটিয়ে বসে সবাই ভেবো না আর কিছু,
রাজপথেতে নেমে পড়ো শির করো না নিচু।
মুসলমান হয় শ্রেষ্ঠ জাতি নিখিল ধরা বুকে,
উদার মনে সবার সাথে থাকে মহা সুখে।
সুখে থাকতে ভুতে কিলায় কুচক্রীদের তবে,
উদার মনে জাগে আশা রুখবে তাদের কবে।
কালো হাতটা ভেঙে দাও সব চুপ থেকো না কভু,
কোরআন নিন্দা যারা করছে ত্রাণ নাই তাদের তবু।
কে করবে এই অপরাধের ন্যায্য বিচার ভায়া,
ধর্মগ্রন্থের জন্য সবার আছে গভীর মায়া।
প্রভুর বাণী কোরআন শরিফ নিন্দা করে যারা,
মানুষ রূপের পশু সেইজন জীবন ছন্নছাড়া।
জীবন মুখে কোনোভাবে সুখ পাবে না তবে,
দুখ অনলে পুড়ে পুড়ে প্রাণ খোয়াবে ভবে।
হায়রে মানুষ তুমি ভবে রঙ্গ করো কত,
তোমার রঙ্গে কুচক্রীরা কর্ম সারে শত।
রচনাকালঃ
১৪/১০/২০২১
সুন্দর অনুভূতির প্রকাশ কবি দা
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

শুভকামনা রইল।।