কি অপরূপ

ফুল বাগানে সবার আগে
পাখিরা সব ডাকে
পূব আকাশে রবির আলো
পড়ে পথের বাঁকে।

শিশির কণা সবুজ ঘাসে
রঙের খেলা করে
মৌমাছি আর ভ্রমরেরা
ওড়ে ফুলের পরে।

দীঘির জলে শালুক ফুলে
চলছে ডিঙি একা
গাছের ফাঁকে ওই যে দূরে
দিচ্ছে রবি দেখা।

হাঁস মোরগে খাচ্ছে খুঁটে
দেখছে আশে পাশে
গরু ছাগল যাচ্ছে মাঠে
কাজের অভিলাষে।

তাই তো খুকি চোখটি মেলে
দেখে এমন শোভা
পৃথিবী জুড়ে কি অপরূপ
দৃশ্য মনোলোভা!

4 thoughts on “কি অপরূপ

  1. দীঘির জলে শালুক ফুলে
    চলছে ডিঙি একা
    গাছের ফাঁকে ওই যে দূরে
    দিচ্ছে রবি দেখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।