এই যে শীতকালীন বৃষ্টি! এলোমেলো হাওয়া! আস্তে আস্তে আলো নেমে যাচ্ছে ওই দূরের নারকোল গাছের পাতার আড়ালে। শীতের হাওয়া বারান্দা পেরিয়ে ছড়িয়ে পড়ছে আমার ঘরে। দিনান্তের অনন্ত ক্লান্তি অফুরান্ত হাসি নিয়ে বসে আছি ক্যানভাসের সামনে। শীত আদরের চাদর খানি খসে পড়বে রাতের মন-কেমনিয়া রূপকথার মতো। রাতের কুয়াশার মতো ঘিরে ধরবে মায়া। কিছুতেই ফিরতে পারবে না আনমনা মন।
3 thoughts on “মন কেমনিয়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তারপরও এক একরাশ শুভ কামনা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া চক্রবর্তী।
বেশ রোমান্টিক এক আহ্বান কবি দিদি ভাল থাকবেন—–
সুবচন, সুরচনা ।