ছুটির দিন

Opini

কোন কিছুই ভাবতে পারছি না আজ-
মনে হয় কবিতার ছুটির দিন হয়েছে বুঝি!
রাত্রে প্রস্রাবের গন্ধ নেই অথচ পানির গন্ধ ভারি;
এভাবেই দুঃখ গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই-
এতটুকু প্রহর মাস বছর যুগ যুগান্তর- তবু ভাবতে
পারছি না- মনে হয় কবিতার ছুটির দিন;

দিনের স্বাধীনতা অনেক- সন্দেহ অবকাশ নেই;
কোন ভাষার জন্যে দ্রোহের শ্লোগান নেই,
তারপরও রাত এলে যত সব তাল বাহানার মন-
ভাবতে পারে না- ভোরের আলো! এমন কি
ফাল্গুনের আগুন- দোয়েল কিংবা কোকিলের গান;
অতঃপর মনে হয় আজ কবিতার ছুটির দিন।

২৪ মাঘ ১৪২৮ ০৭ ফেব্রুয়ারি ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “ছুটির দিন

  1. ভোরের আলো! এমন কি …
    ফাল্গুনের আগুন- দোয়েল কিংবা কোকিলের গান;
    অতঃপর মনে হয় আজ কবিতার ছুটির দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা 
      সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

  2. অসাধারণ কথন, হৃদয় ছোঁয়া অনুভূতির প্রকাশ। অপার মুগ্ধতা প্রিয়।

    1. জি কবি মহী দা 
      হৃদয় ছোঁয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।