৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
কল্পনা নয় কল্পনা নয়
সত্যিকারের কথা,
পরীর দেশে ফুল কুড়িয়ে
গাত্র হলো ব্যথা।
পরীর দেশে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
হরেক রকম প্রজাপতি
সেথায় করে খেলা।
বাহারি ওই ঝর্ণা ধারা
থেকে থেকে ঝরে,
মিষ্টি মধুর ফলে ফুলে
আঁচল খানি ভরে।
রচনাকালঃ
০৫/০২/২০২২
পরীর দেশে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
হরেক রকম প্রজাপতি সেথায় করে খেলা।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল।।
সুন্দর উপস্থাপন
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সদা।।