তুমি দেখে নিও

silen

নীরবতার সরঞ্জাম ছেড়ে
তোমার কাছে এসেছি,
ফিরিয়ে দিও না
ভালোবাসা একই রেখো।

যে ভালোবাসায় কান্না ধোয়া জল
অমনি সাগরে গিয়ে মেশে,
এক পশলা বৃষ্টি হয়ে
সেই ভালোবাসায় ভরিয়ে রেখো।

একদিন সব জল বাষ্প হয়ে
মেঘে মিলিয়ে যাবে আর তারপর
ঝর ঝর করে মাটিতে ঝরে পড়বে,
তখন কান্না বলে আর কিছু থাকবে না।

তুমি দেখে নিও।

2 thoughts on “তুমি দেখে নিও

  1. একদিন সব জল বাষ্প হয়ে
    মেঘে মিলিয়ে যাবে আর তারপর
    ঝর ঝর করে মাটিতে ঝরে পড়বে,
    তখন কান্না বলে আর কিছু থাকবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।