স্বরূপের প্রতি ভালোবাসা (সনেট)

index
স্বরূপ বন্ধুরে আমি এতো ভালোবাসি
কক্খনো নয় তা জলে জলধির তুল,
যদি ভাবো অবারিত ফসলের হাসি
জেনো তা কিঞ্চিত নয় পূরো হবে ভুল।

বলছি না আন্দাজে তা এমনই জবান
বিস্তর বিশ্বাসে জাগা নীলিমার মতো,
কিংবা আস্থায় আছে সামান্য লোবান
দানিছে পুষ্পিত বাগ হেসে রোজ যতো।

অটুট বন্ধনে জাগে প্রকৃতির সারি
জানি সেথা ঋতু করে পালাক্রম খেলা,
অম্বুদও সর্বদা গায় আষাঢ়েই জারি
গগনের বক্ষে বেঁধে মমতায় ভেলা।

তবু যদি ভাঙে চাপে হীরকের মন,
ক্ষনিকও থাকে কি তার শুদ্ধ বিচ্ছুরণ!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

6 thoughts on “স্বরূপের প্রতি ভালোবাসা (সনেট)

  1. জানি সেথা ঋতু করে পালাক্রম খেলা,
    অম্বুদও সর্বদা গায় আষাঢ়েই জারি
    গগনের বক্ষে বেঁধে মমতায় ভেলা।

    ছন্দবোধনের লিখনে পাঠের আনন্দই আলাদা। আমার কাছে বেশ লেগেছে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. গভীরভাবে কৃতজ্ঞ সম্মানীয়!

      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।