রাতের কান্না গুলো;
অনিদ্রায় নীরবতার বরফ গলে
মুখের চোয়াল বেয়ে বালিশ ভিজে
মুখ ধোয়ার সাথেই জলে মিশে;
পুকুর ঘাটে কতো জ’না আসে
মলিন পানি চুপই থাকে;
গভীর ক্ষত অন্তরে জ্বলে
ব্যথার নীল বলবো কাকে?
প্রিয়জনকে হয়ত বলা যায়?
সময়ে পাল্লা দিয়ে দুঃখ আসে;
দুঃখের অনুপ্রবেশে ঔদাসিন্য
কোনো ভাবে সইতে হয়;
যেহেতু-মনের মতো নয়!
দুঃখের ভাগ জগতে কেউ নেয়?
সুসময়ে ঠিকই পাশে ভিড়ে
তবে বন্ধু এমনও হয়,
প্রয়োজনে ক্ষতির কারণ!
ভালো বন্ধু বিশ্বাসের মণিমুক্তো
ব্যথার উপসমে তার সহানুভূতি
ভীষণ যন্ত্রণায় ছটফট একাই হয়;
ভালোবাসা স্বার্থের কুল-কুল বহে…
তারে বোঝার সাধ্য তখ’ন থাকে ?
খোলা আকাশে মিষ্টি হাওয়ার স্পর্শ
মাটিতে তাপ ছড়ায় জীবের গাত্রদাহ;
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৬
ভালো বন্ধু বিশ্বাসের মণিমুক্তো
ব্যথার উপসমে তার সহানুভূতি
ভীষণ যন্ত্রণায় ছটফট একাই হয়;
ভালোবাসা স্বার্থের কুল-কুল বহে…
গভীর ভাবনায় প্রকাশ হয়েছে লেখাটি।