কারিগর

12

সূর্য নামে নি পাটে,
গাগরী কাঁকালে এক কুলবধূ
চলেছে নদীর ঘাটে।

ক্ষণকাল চেয়ে এদিকে-ওদিকে
হঠাৎই তুলে বাঁ হাত,
কি জানি কি ভেবে মাথায় রাখলো
হয়তো পেয়েছে ঘাত।

তারপর দেখি চিমটি দিয়ে সে
উকুন ধরে অক্লেশে,
নখের পরে তা নখ চেপে মেরে
আবার চললো হেসে।

বলি তাই ওরে মনা!
না বুঝেও প্রেম ঘুরেছিস শুধু
হাব-ভাবে সেজে ঘনা!
ভাবিস নি মাঠে না পেয়েও বল
আপনারে ম্যারাডোনা?

ক’ দেখি আজকে জ্ঞান বা গরিমা
যতোই সাজাক ধর,
দক্ষতা বিনে এ খেলা গড়ার
আছে কি রে কারিগর??

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “কারিগর

  1. সুন্দর এবং পরিপাটি লিখা। শুভকামনা সহ শুভ সকাল প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।