সূর্য নামে নি পাটে,
গাগরী কাঁকালে এক কুলবধূ
চলেছে নদীর ঘাটে।
ক্ষণকাল চেয়ে এদিকে-ওদিকে
হঠাৎই তুলে বাঁ হাত,
কি জানি কি ভেবে মাথায় রাখলো
হয়তো পেয়েছে ঘাত।
তারপর দেখি চিমটি দিয়ে সে
উকুন ধরে অক্লেশে,
নখের পরে তা নখ চেপে মেরে
আবার চললো হেসে।
বলি তাই ওরে মনা!
না বুঝেও প্রেম ঘুরেছিস শুধু
হাব-ভাবে সেজে ঘনা!
ভাবিস নি মাঠে না পেয়েও বল
আপনারে ম্যারাডোনা?
ক’ দেখি আজকে জ্ঞান বা গরিমা
যতোই সাজাক ধর,
দক্ষতা বিনে এ খেলা গড়ার
আছে কি রে কারিগর??
সুন্দর এবং পরিপাটি লিখা। শুভকামনা সহ শুভ সকাল প্রিয় কবি।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ভালো লিখেছেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন।