অবিনশ্বর সুর

273485

সময়ের বাঁধন চিড়ে
উড়ে গেলো
আমাদের চির বসন্তের কোকিল
অনন্তের অরণ্য উদ্যানে… চির জ্যোৎস্নার দেশে
যেখানে
বাতাসের শনশন তরঙ্গে
ঘুরে বেড়ায়… সা রে গা মা পা ধা নি সা….
কোকিলা কণ্ঠে… নিবেদিত ভালবাসা!
জানি
মুক্ত বিহঙ্গে ফিরবে আবার হৃদয় নিংড়ানো সুর
মধুর ডাকে ভাঙবে নিদ্রা
সুষমা প্রভাতে
ধূমায়িত চায়ের কাপে!
মোহন জ্যোৎস্নায় হিম ঝরা রাতের নীড়ে
দেখা হবে ছন্দময় শিশির প্রপাতে
রূপোলী চাঁদের অভিসারে..
উঠবে
শিল্পের নন্দিত জয়োধ্বনি
সমবেত কণ্ঠে গাইবে” প্রেম একবারই এসেছিল নিরবে….”
গেয়েই যাবে পৃথিবী… অবিনশ্বর সুরে!..

.
সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয়া লতা মুঙ্গেশকরের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “অবিনশ্বর সুর

  1. শিল্পের নন্দিত জয়োধ্বনি
    সমবেত কণ্ঠে গাইবে” প্রেম একবারই এসেছিল নিরবে….”
    গেয়েই যাবে পৃথিবী… অবিনশ্বর সুরে!.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।