কাব্য লেখার কথা

12

যখনই ঘটনা কোন হৃদে আঁকে রেখা,
কথা ও ছন্দ এসে দেয় ভাবএ দেখা।
তাল লয় ধরে কষি
তাইতো লিখতে বসি
এভাবেই দিনে দিনে বেশ হলো লেখা,
যদিও হয়নি জানি আজও কিছু শেখা!

বুঝেও ওদেরই যাচি নিরালার দোরে,
রেখে এ বুকের কোণে যতনে আদরে।
হয়তো মূল্যহীন
ভাবি তবু রোজ দিন
হোক না নবিশ ভেবে যদি কেউ পড়ে!
কিছু তো মূল্য তবে আসবে এ ঘরে!

কখনো বা রেগে ভাবি লিখবো না আর,
যতোই আসুক ওরা জ্বালাতে আবার।
তবু এ অবলা প্রীতি
দেয় কি গো নিষ্কৃতি!
ফুঁসলেও জেদ তাই ফের মানি হার।
থাকে কি তখন ভুলে চিন্তা অসার!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “কাব্য লেখার কথা

  1. তাইতো লিখতে বসি
    এভাবেই দিনে দিনে বেশ হলো লেখা,
    যদিও হয়নি জানি আজও কিছু শেখা!

    ___ সরল কথা-কাব্যে শুভ কামনা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. গভীরভাবে কৃতজ্ঞ সম্মানীয়!

      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন সতত প্রিয় কবি!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।