অন্তর্লীনা মেঘকন্যা
স্বপ্নের তোরণ পেরিয়ে
নির্জনতার পাড়ে একা
আঙুলে আঙ্গুল জড়িয়ে
তোমার কানে কানে বলা যে চুপকথা
স্মৃতির আদলে শুনে নিও কোনোদিন
চোখের কাজলে লেখা থাকে নিঃশ্চুপ প্রেম
তোমার শান্ত চোখের পাতায় রাত নেমে আসে
চাঁদের নরম আলোয় ভেসে যায় মুখ
আমি চুপ কথা দিয়ে ভালোবাসা এঁকে রাখি
তোমার খোলা বুকে
তারাভরা আকাশের নীচে
ভেসে যায় জ্যোৎস্নার অবসাদ
ভাবনার স্বরলিপি প্রজাপতির পাখায়
তোমার ঠোঁট ছুঁয়ে যায়
রাতভোর তোমায় দেখি অবাক চাওয়ায়
মন্ত্রমুগ্ধ আমি রঙের বন্যা ছড়িয়ে পড়ে
মেপল পাতা কুড়োনোর ছলে
কুড়িয়ে নিই হাজার স্বপ্ন ।
"তোমার শান্ত চোখের পাতায় রাত নেমে আসে
চাঁদের নরম আলোয় ভেসে যায় মুখ
আমি চুপ কথা দিয়ে ভালোবাসা এঁকে রাখি …" সুন্দর লিখা প্রিয় দেবী।
অশেষ কৃতজ্ঞতা প্রিয় বন্ধু ।
খুব আপসোস থেকে যেতো আজ শব্দনীড়ে না এলে।
এতো সুন্দর একটা কবিতা মিস করতাম।
শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় কবি।
এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।