কেউ কেউ বুকে দুঃখ জমিয়ে রাখে
তোমাকে ভালোবেসে।
অথচ,
আমার বুকে শুধু তোমায় পুষে রাখি
কখনো যদি পেয়ে যাই – সেই আশায়।
2 thoughts on “প্রত্যাশা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কেউ কেউ বুকে দুঃখ জমিয়ে রাখে
তোমাকে ভালোবেসে।
অথচ,
আমার বুকে শুধু তোমায় পুষে রাখি
কখনো যদি পেয়ে যাই – সেই আশায়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অণু কবিতাটি পড়লাম কবি সুজন হোসাইন।
বেশ লিখেছেন।
আপনার প্রোফাইল ছবির এই অবস্থা কেন?
বেশ তো!…