তুই পারিসও বটে!

2762

তুই কি চেয়েছিলি?
প্রেম না তোষামোদ
নিষ্কণ্টক হৃদয় ফেলে
লুফে নিলি নগদ মদ!
অর্ঘ্য ভুলে,
উদগ্রীব হ’লি উগ্র স্তনে!
কি পেয়েছিলি, অস্থির লীনে
অবলীলায় ছুটে গেলি নগ্ন আস্ফালনে।

আমি তো প্রেম বুঝেছি
যতন হাতে স্বপন বুনেছি।
তিলে তিলে বুনেছি পবিত্রতা!
তোরই আঁচলে
তোরই হৃদয় চাতালে লিখেছি স্বর্গ-মর্ত্যের কবিতা।

তারপর কি হলো?
প্রেমের নামে করেছিস রূপের সওদা।
হাহাহাহা…..
কত ক্যামেরা, কত ফ্ল্যাশ, ল্যান্সের আলোড়ন
গুড়ে দিলো প্রেমের নৈবেদ্য
সমস্ত আয়োজন।…

এই নিয়ে
তোর বাহাদুরির কমতি নেই
ফেসবুক স্ট্যাটাস, সস্তা লাইক, কমেন্ট
ভুরি ভুরি…
কেউ না জানুক আমিতো জানি
সেই ২৩শে অক্টোবর
বনফুল নামের বুনোশুয়োরের জুয়াচুরি!…

তবে বেশ হলো-
এরপরই খুলে গেলো সমস্ত জট, নিপাট নাট্য
তোর জন্যই বসেছিল প্রদর্শনীর হাট,
আড়ালের কাব্য পাঠ;
পৃথিবী দেখলো “ধর্মের কল বাতাসে নড়ে”
কেবল আমিই জানলাম-
তোর কর্মের ঢেঁকি আকাশে উড়ে!..
এনিয়ে কানাঘুষার অন্ত ছিলো না
প্রশ্ন, মন্তব্যে আমিও হয়েছিলাম খানিক বিতৃষ্ণা,
তারপর…
চেটে নিলি সেই চরণ
থু থু ছিটিয়ে এক দিন যাজে করেছিলি বর্জন!

হাহাহাহা
তুই পারিসও বটে!
তাই তো জিতে গেছিস
জীবন চেড়ে যৌবনের নগ্ন হাটে।।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “তুই পারিসও বটে!

  1. কি পেয়েছিলি, অস্থির লীনে
    অবলীলায় ছুটে গেলি নগ্ন আস্ফালনে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় স্যার 

      আপনার আশীর্বাদ আমার পাথেয়….. 

      ভালো থাকবেন। 

      ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।