কবিতার দর্পণ

prl312-1476434572-0881a48_xlarge

আজও একটা কবিতা লিখবো বলে-
তিন প্রহর অপেক্ষায় নদের পাশে থাকি!
অথচ কবিতার ঝলঝলে মুখ দর্শন, বৃষ্টি
ছুঁয়া হাত, কেমন জানি মেঘ ভাঙ্গা আর্তনাদ;

বার বার প্রতি ছবি ভেসে উঠে
এক বেদনায় আধার ডেকে আনা-
সোনালি স্মৃতিময়; তবু লেখা হলো না
একটি কবিতার দর্পণ!

আর কতকাল তিন প্রহর গুণ তে হবে?
কবিতা তোমার চাঁদ মুখি সলকের মুখে
দেখো আমার ধ্বংস স্তুপ হৃদয়-
এক চোখ বণ্যা সাগরকেও হারমানায়-
জান্নাতমুখি অপেক্ষায় থাকলাম
একটা কবিতা লিখবো বলে।

১৭চৈত্র ১৪২৮, ৩১মার্চ ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “কবিতার দর্পণ

  1. শত বাঁধা অতিক্রম করেও কবির কবিতা লিখতেই হবে। তা হলেই তিনি কবি। শুভকামনা থাকলো কবিদা।

    1. জি কবি নিতাই দা সুন্দর বলেছেন
      পাঠে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

  2. সুন্দর একটি প্রচ্ছদের সাথে জীবন বোধনের দারুণ কবিতা। বেশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা
      পাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জি কবি মহী দা
      পাঠে সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

  3. সুন্দর কাব্যিক নিবেদন কবি দা!

    মুগ্ধতা ও শুভ কামনা রইল অশেষ!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি লিটন দা
      পাঠে মুগ্ধতা বলার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।