তুমি, জাগবে না কাণ্ডারী!

3

তুমি, জাগবে না কাণ্ডারী!
দ্যাখো না কেমনে আন্ধার ঘুরে
বাঁকা ঠোঁটে দিয়ে আড়ি!

দেয় না আজকে কিঞ্চিত আলো
ক্ষণিকের তরে শশী,
হয়তো বা আছে মেঘের আড়ালে
তারারাও চুপে বসি।
পেঁচক ডাকছে কর্কশ স্বরে
গড়ে দিয়ে ভীতি ক্ষীণ অন্তরে
বায়ু বুঝি তার উগ্রতা দেখে
কেঁদে করে আহাজারি।
তুমি, জাগবে না কাণ্ডারী!

উত্তাল ঢেউ তরণীর গায়ে
আছড়ে পড়ছে আসি,
ঘূর্ণি স্রোতের তাণ্ডব দেখে
বিজলী দিতেছে হাসি।
যেদিকে তাকাই এ কি ঘনঘোর!
এ রজনী কভু হবে না গো ভোর!
কেমনে বলো তো পাবো তবে আমি
ফিরে আপনার বাড়ি!
তুমি, জাগবে না কাণ্ডারী!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

2 thoughts on “তুমি, জাগবে না কাণ্ডারী!

  1. ভীতি ক্ষীণ অন্তরে …
    বায়ু বুঝি তার উগ্রতা দেখে
    কেঁদে করে আহাজারি। তুমি, জাগবে না কাণ্ডারী! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবিজী!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।