মন কথনিকা

মন কথনিকা-৪০৯৩
আমারই দোষ, ভালো সবাই, আমার কপাল মন্দ,
ঝগড়া করি তর্কের সাথে দেই লাগিয়ে দ্বন্দ্ব,
আমার চোখে জলই থাকুক, কেউ না দেখুক এসে,
চুপই থাকবো, বোবা ব্যথায় গেলামই বা ভেসে।

মন কথনিকা-৪০৯৪
ধৈর্য্য বাড়াও।আরও মাবুদ দাও ক্ষমতা সওয়ার,
দাও খুলে দাও আমার জন্য নিয়ামতের দুয়ার,
বুকে আমার কষ্টের পাহাড়, মনে আক্ষেপ কত,
দয়া করো, বাঁচাও ডাকি তোমায় অবিরত।

4 thoughts on “মন কথনিকা

  1. মন কথনিকা সিরিজের প্রত্যেকটি কবিতাই আমার কাছে অসাধারণ লাগে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।