দুঃখ থেকে কান্না আসে
সুখ থেকে হাসি,
বেশি দুঃখে বুক ছাপড়ায়
আনন্দে বাজায় বাঁশি!
খাবার যদি না থাকে ঘরে
ক্ষুধা বাড়ে অকারণ,
পকেটে যদি না থাকে কড়ি
জীবন থাকতেও হয় মরণ।
সংসারের অশান্তি নরক যন্ত্রণা
থাকুক যতই ধনসম্পত্তি,
টাকা-পয়সায় বাড়ায় বিলাসিতা
অশান্তিতে ভুগে দম্পতি।
দুনিয়াতে দুঃখ-কষ্ট নরক যন্ত্রণা
ধনসম্পত্তিতে শান্তি হয়না,
জীবদ্দশায় যদি না পায় শান্তি
স্বর্গেও শান্তি মেলেনা।
অন্যান্য সব লিখার মতো আপনার এই লিখাটিও অসামান্য এবং পূর্ণ বাস্তবতা। এক কবিতাই যেন বলে দেয় অসংখ্য মানুষের হৃদয়ের কথা। শুভেচ্ছা মি. নিতাই বাবু।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো, দাদা।