এমন ভাবে চলে যেও না মেয়ে
না হয় রেখে যেও কিছু ধূপছায়া
না হয় দিয়ে যেও একমুঠো রং
শিমূলের পাতায় একফোঁটা জল
সবুজ পাতায় এক চিলতে হাসি
বেড়ার ধারে একটি ছোট গোলাপ
চুল থেকে খুলে রাখা একটি কাঁটা
কালি না লাগানো একটি কবিতা।
4 thoughts on “একটি কবিতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার স্বরূপ সুন্দর হয়েছে প্রিয় কবিবন্ধু। অভিনন্দন।
আপনার সুন্দর মন্তব্যে মন ভরে গেল । অনেক ধন্যবাদ ও শুভকামনা জানালাম ।
অপূর্ব আবেশিত সুধার ধারা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ধন্যবাদ বন্ধু ।