বৈশাখ আসে বৈশাখ চলে যায়
ভালো-মন্দ ফলফলাদি কতো খায়,
কেউ খায় বিরিয়ানি কেউ হায় হায়
কেউ আবার কাঁচা লঙ্কা শাক-ভাত খায়।
তবুও দিন থেমে থাকেনা বেলা শেষে
দিন চলে যায় রাত নেমে আসে,
যায় দিন যায় মাস বছর বারোমেসে
আসে বৈশাখ মেতে উঠে আনন্দ-উল্লাসে।
বৈশাখ আসে বৈশাখ চলে যায়
ভালো-মন্দ ফলফলাদি কতো খায়,
কেউ খায় বিরিয়ানি কেউ হায় হায়
কেউ আবার কাঁচা লঙ্কা শাক-ভাত খায়।
তবুও দিন থেমে থাকেনা বেলা শেষে
দিন চলে যায় রাত নেমে আসে,
যায় দিন যায় মাস বছর বারোমেসে
আসে বৈশাখ মেতে উঠে আনন্দ-উল্লাসে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দিন চলে যায় রাত নেমে আসে,
যায় দিন যায় মাস বছর বারোমেসে
আসে বৈশাখ মেতে উঠে আনন্দ-উল্লাসে।
Nijer gharer TV theme mantobbo karlam, Dada.
অসাধারণ কথামালা অনেক ভালোলাগা নিয়ে গেলাম
Shuvokamona thaklo,dada
বৈশাখি শুভেচ্ছা রইল কবি নিতাই দা ভাল থাকবেন
বৈশাখী শুভেচ্ছার সাথে শুভকামনাও থাকলো কবি।