ভালোবাসার নামে আজকাল কোনো কিছুই আর নাজায়েজ নেই… এই
যেমন তেমন কবিতা, গল্প, নাটক কিংবা নাটিকা
বিশ্বাস পাস্তুরিত হওয়ার আগেই মাটি পুড়ে যায়
পুড়ে যায় আকাশগঙ্গা…
নক্ষত্ররাত চন্দ্রবিন্দুবৎ পাহাড়িকায় এসে কেঁদে
কুটে আগুন হয়
এরপর আর পালানোর কোনো পথ খুঁজে পায় না!
পৃথিবীর সমস্ত দেনা নিমিষেই মাটি হয় অঙ্কুরোদগম
আহাজারি গুলো জমাট বাঁধে চক্রবৃদ্ধিহার
পরিশেষে কিছু দহনবায়ু পরিযায়ী হয় বন্ধ্যা সড়ক
লাওয়ারিশ কিছু কুকুর ঘেউ ঘেউ করে নাজাতের আশায়
সমৃদ্ধ আতশবাজি কেবল সম্মুখীন সমুদ্রের ফেনা
বাড়ায়!
সারবাঁধা শামুক সারঙ ওরাও ওরাংওটাং হতে চায়
এই শতাব্দীর কাছ ঘেঁষে মুখস্ত পড়ে থাকে কাঁঁচবালি
হৃদয়, ভালোবাসারা ছাইপাঁশের মতো বাতাসি হয়
কেউ নাগাল পায়, আর কেউ পায় না!
গম্ভীরাটা অনেককাল গম্ভীর হয়ে আছে মাকুর প্রদেশ
সুর ছাপিয়ে এখন সুরা-ই সুরাটের সম্রাট
সবাই ছেঁড়া দ্বীপে নঞর্থক ভালোবাসার খুঁজে আসে
খুজলি-প্যাচরা ওরা যেভাবে পড়ে আছে সেভাবেই
পড়ে থাক… থাক…? জীবন থেকে যারা পালিয়ে
বাঁচতে চান, তাদের জানা উচিত… আরে মশাই
পালাবেন কোথায়? পালানোর কোনো পথ নাই.. !!
পুড়ে যায় আকাশগঙ্গা…
নক্ষত্ররাত চন্দ্রবিন্দুবৎ পাহাড়িকায় এসে কেঁদে
কুটে আগুন হয়
এরপর আর পালানোর কোনো পথ খুঁজে পায় না!