ভালোবাসার একটি নীড় চাই… যেখানে হাসি খুশি খলখলানি
সুর কলরব, যেখানে নেই বিতৃষ্ণা, বিষাদের ছোঁয়াছুঁয়ি
ভালোবাসার একটি নিরিবিলি প্রহর চাই
যেখানে অশান্তির রেশ নাই।
একটি নীড় চাই শান্ত নিরিবিলি
যেখানে ভালোবাসার স্পর্শ আছে, আছে সুখ অনন্ত
হৃদয় বাড়ী ভরা স্বস্তির আলো…
এমন একটি নীড় চাই যেখানে থাকবে না কোনো দ্বিধাদ্বন্দ্ব।
যে নীড়ে অলীক ভালোবাসারা উড়ে, যেখানে সুখ সুখ হাওয়া
যেখানে অনায়াসে খোলা যায় মন দাওয়া
সে নীড় চাই, বন্ধু এ আবদার করবে কি রক্ষা?
দাও নীড় দাও প্রেমের, চাই নাতো কিছু আর।
জীবনভর ঝগড়াঝাটি মনোমালিন্য উফ কার লাগে ভালো;
কে চায় মনের বাড়ী হরদম থাকুক কালো;
মনের সীমানায় এঁকে দাও প্রেম রেখা,
যে রেখা বরাবর তোমার মন থাকে, মন ছুঁতে চাই।
কী এক বাস্তবতা, যেখানে শুধু দুষাদুষি,
কৈফিয়ত তলব, ব্যাখ্যা তলব উফ চাই না এমন নীড়
সে নীড় চাই যেখানে ঝগড়াও চলবে, থাকবে ভালোবাসার ছোঁয়া,
চাই সেই নীড়, যে নীড়ে বন্ধুর বুলি মধুর মতন।
চাই এমন নীড়, যেখানে চাঁদের আলো উপচে পড়ে
উঁকি দিলেই আকাশ দেখা যায়,
যেখানে দূর্বাঘাসের ছড়াছড়ি, যেখানে বসে অনায়াসে
পার করে দেয়া সকাল দুপুর বিকেল।
চাই মাটি ছুঁয়ে থাকি, চাই অথৈ হাওয়া আমাকে ছুঁয়ে দিক
চাই স্যান্ডেল জোড়া খুলে রেখে হাঁটি আনমনা,
সঙ্গে তুমি থাকলে, কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠলে
অজস্র ভালোবাসার কথা, তেমন একটি নীড় চাই বন্ধু।
যেখানে ভালোবাসি বলা যায় অকপটে,
যেখানে বসে আঁকা যায় প্রেম মনের পটে,
তেমন একটি শান্ত নীড় চাই, তুমি আমি আর দুটো পাখি,
সুর কলরব হাসি কান্নায় ভরপুর
আমাদের হয়ে উঠতো একেকটি সকাল দুপুর।
একটি শান্ত নীড় চাই, তুমি আমি আর দুটো পাখি,
সুর কলরব হাসি কান্নায় ভরপুর …
আমাদের হয়ে উঠতো একেকটি সকাল দুপুর।