খোঁপায় আমার দাও গুঁজে দাও সূর্যমুখী ফুল

2791

সূর্যমুখীর প্রেমে মশগুল এবেলা, হলুদ আভায় মাতোয়ারা;
আমার সূর্যমুখী দিন… বুক চুয়ে বইছে সুখের ফোয়ারা;
এই শুনো না, খোঁপায় দেবে গুঁজে হলুদ রাঙা সূর্যমুখী?
এমন উদাস বেলা হয়ে যেতাম নিমেষেই সুখী।

মন কেঁপে উঠে বাপু, আমি পারবো ছিঁড়তে ফুল;
তুমি বুঝো না ভুল,
গুঁজে দাও চুলে সূর্যমূখী, হলুদ শাড়ীতে সেজেছি আজ
এত ব্যস্ততা কীসের তোমার, রেখে এসো কাজ।

চলো হলুদ বিকেলের বুকে হাঁটি, পা ছুঁয়ে যাক ঘাস
অথবা শুকনো পাতা… না আসলে তুমি উঠবে বুকে দীর্ঘশ্বাস
একটি কথা শুনে যাও, মন বড্ড ফুরফুরে আজ
চারিদিকে যেন বাজছে ফাগুন কুচকাওয়াজ।

মনের তারে উঠেছে সুর, প্রেম বাজে বেদম;
চলো হাঁটি হাতে হাত রেখে ফেলি কদম;
তুমি কোথায় বলো তো, কোন সে স্বপ্নে হয়ে আছো আচ্ছন্ন
এক বিন্দু সময় কী নেই আমার জন্য।

সূর্যমূখীর বাগে ফুটেছে কত হলুদ রাঙা ফুল;
এত সুন্দর দেখছো না কেন, পাই না ভেবে কূল।
হলুদ আলোর বিকেল, হাওয়ার রঙও কী হলুদ ?
আহা একটি গোধূলী ক্ষণ কী হলুম মিষ্টি রোদ।

মনে আমার উথাল পাথাল ভালোবাসা,
আর তোমার মনে কিনা যন্ত্রে ঠাসা;
এত কিছুর আয়োজন কীসের তরে বন্ধু
মনে তোমার সুখ, মুগ্ধতা কী আছে এক বিন্দু?

(ক্যানন ৬০০ডি, ঢাকা)

3 thoughts on “খোঁপায় আমার দাও গুঁজে দাও সূর্যমুখী ফুল

  1. এত কিছুর আয়োজন কীসের তরে বন্ধু
    মনে তোমার সুখ, মুগ্ধতা কী আছে এক বিন্দু? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. "মনে আমার উথাল পাথাল ভালোবাসা,
    আর তোমার মনে কিনা যন্ত্রে ঠাসা;
    এত কিছুর আয়োজন কীসের তরে বন্ধু
    মনে তোমার সুখ, মুগ্ধতা কী আছে এক বিন্দু?"

     

    সহজলভ্য এবং দুর্লভ ভালোবাসা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।