সবকিছু শেষ হয়ে গেলে পড়ে থাকে রাত্রির দ্বিতীয় প্রহর
কয়েকটা ঝরে যাওয়া সেগুনের পাতা, কুণ্ডলী কুকুর, হাওয়ায় মেশানো তীব্র বিরাগ
ক্ল্যাসিক মাতালরাও দুর্লভ প্রজাতির জীব এই চলনবিলের অধুনা কথকতায়
রাত্রির চাদরের ভাঁজ খুললে খসে পড়ে ভিজে যাওয়া বিজাতীয় ঘৃণা
শেষ জৈষ্ঠ্যের শুকনো ধূ ধূ হাওয়ায় অন্তর্ঘাত করে মিশে যায় অসময়ের নিম্নচাপের জলকণা
রাত্রি ঘন হয় পরতে পরতে, থেকে যায় কিছু সিক্ত সময়ের জলছবি লুকানো অ্যালবামে
রোদ্দুরের তীক্ষ্ণ শিস ভোলার চেষ্টায় রাতের কোঁচকানো চামড়ায় ধস নামে
অন্ধ পাতালে মেলায় ভাসমান কষ্ট সম্পর্কের ভঙ্গুর ফসিল।
1 thought on “নিজকিয়া ৬৭”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ক্ল্যাসিক মাতালরাও দুর্লভ প্রজাতির জীব এই চলনবিলের অধুনা কথকতায় …