আগুন আগুন স্লোগানে মুখরিত রাজপথ
আগুনের কসম করে বাকবাকুম নেতাজি
দ্রব্য মূল্যের আগুনে পুড়িয়ে মারবো
গুম করবো, খুন করবো, মাদকের সুগন্ধি দিবো
মিথ্যার জোয়ারে আয় বাড়াবো, ইউরোপের নাগরিকও করবো।
এক শিয়ালের হুক্কাহুয়ায় সব শিয়াল
সুর করে বাজনা বাজাবো, তাল লয় বিহীন মিউজিক বাজিয়ে আকাশে উড়বো।
আগুনে পোড়ানোর বর্জ তেল নদে ঢেলে জল করবো,
টুকরো টুকরো মানুষ বানাবো, ভয় পেয়ে কাঁদলে কেউ গ্যাস বিদ্যুৎ এর তাপ দিবো।
মানুষের চোখে মুখে ফরমালিন দিবো
কখনো কখনো ভালো বিচারের প্রহসন করবো
এইসব দেখে চুপ না থাকলে টুপ করে জলে ভাসাবো।
জল জমা রাখতে নদীর সাথে সন্ধি করবো।
বাতি নিভানোর মতো সূর্যকে আড়ালে করে কিছুটা অন্ধকারের আয়োজন করবো।
তারপরও নিদ হীন চোখ জুড়ে‚ আলোর খোয়াব
তুমি যাকে নগণ্য বলো‚ আমি তাকে মানব ভাবি।
এটাই অভিশাপের ফল কবি দা ভাল থাকবেন
Thank you for comment
নিদ হীন চোখ জুড়ে‚ আলোর খোয়াব
তুমি যাকে নগণ্য বলো‚ আমি তাকে মানব ভাবি।
Thank you for comment
তারপরও নিদ হীন চোখ জুড়ে‚ আলোর খোয়াব
তুমি যাকে নগণ্য বলো‚ আমি তাকে মানব ভাবি।
nice…..