পুরাতন কথা নতুন করে বললে ক্ষতি কি
চিন্তার গভীরে জ্ঞান নিতে হয় গোপনে শুধু
অন্ধ বিশ্বাস কখন সফল বয়ে আনে না
জানতে হয়, বুঝতে হয়, থাকতে হয়-
জ্ঞানের পাহাড় তাহলেই বিশ্বাস সার্থকতার
আলো বাতাস সুবাস মৌ মৌ গন্ধ ছড়াবে
জীবনের দুরন্ত সীমা ক্ষীণ হবে ঘুম স্বপ্নের পাহাড়ে
আঁধার যাত্রীর শেষে এমন কি হাসি মুখে মৃত্যু।
২৬জ্যৈষ্ঠ ১৪২৯, ০৯ জুন ২২
অন্ধ বিশ্বাস কখন সফল বয়ে আনে না
জানতে হয়, বুঝতে হয়, থাকতে হয়-
জ্ঞানের পাহাড় তাহলেই বিশ্বাস সার্থকতার।
জি মুরুব্বী দা ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন———
কোনও ক্ষতি নেই কবি। পুরোনো কথাই আবার নতুন করে শুনতে হবে, শোনাতেও হবে।
জি কবি নিতাই দা
ভাল থাকবেন———-
হৃদয়ছোঁয়া নিবেদন কবি দা!
শুভ কামনা জানবেন সতত।