আজ কাল চোখের ভাষাগুলো
গোলক ধাঁ ধাঁর মন- পাহাড় পর্বত হয়েছে;
আর দু’পায়ের চলন গুলো
কাঠবিড়ালী, টিকটিকি কেও হার মেনেছে
সময়ের চাকা বুকের উপর
গরুর গাড়ি আর চলে না হরেক রকম বাস;
ভাষা গুলির কোন অর্থ খুঁজি না
যত দোষ, নন্দ ঘোষ অর্থের বালুচর, অর্থ ছাড়া
হয় না কিছু-অর্থের বিনিময়ে
সুদ! ব্যবসা বাণিজ্যের ডবল লাভে হয় না সুদ।
০৮আষাঢ় ১৪২৯, ২৩জুন’২২
যত দোষ, নন্দ ঘোষ অর্থের বালুচর, অর্থ ছাড়া
হয় না কিছু-অর্থের বিনিময়ে
সুদ! ব্যবসা বাণিজ্যের ডবল লাভে হয় না সুদ।
জি কবি মুরুব্বী দা
কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
আমার মনে হয়, এই পৃথিবীতে যতরকম ব্যবসা আছে, সবচাইতে নিকৃষ্ট ব্যবসা হলো সুদের ব্যবসা।
ভালো লিখেছেন কবি লিটন দাদা।
জি কবি নিতাই দা
কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———