বহমান সমুদ্রের কলকল ধ্বনিতে,
পাল তোলা নৌকার বিচরণে,
ঐপাড় থেকে এপাড়ে সৌহার্দ্যের বন্ধন-
দূরত্ব ঘুচিয়েছে ভালোবাসার মিলনে।
বসন্তের আগমনী গানে,
ফুলে ফুলে সয়লাব এপাড়ায়,
কোকিলের কুহুতানে কপোত-কপোতীর মননে,
দূরত্ব ঘুচিয়ে প্রেম আনে।
যখন বর্ষা আসে এখানে,
কদমের শুভ্রতায়,
রিমিঝিম বরষনে-
দূরত্ব ঘুচিয়ে সতেজতা প্রকৃতিতে।
শত শত উপমায় কত যে পদ্য লেখা,
কত কাগজের বুকে গল্পের চাষাবাদ,
ধরনীর বন্দনায় শতেক পঙক্তি-
দূরত্ব ঘুচায় সাহিত্য আয়োজনের।
তবুও আমাতে বিরসতা,
চিন্তায় রাতের ঘুমের অবসান,
চোখের নিচে কালি পড়ে গেলো-
দূরত্ব ঠিকই আছে দু’জনের।
শত আয়োজনে ব্যর্থতা গ্রাস করে,
পাণ্ডুলিপির পাতায় ধুলো পড়েছে,
কবিতার শব্দগুলো দিকবিদিকশুন্য-
দূরত্ব ঘুচায়নি আমাদের মাঝে।
অবহেলায় প্রতিবাদ করিনি,
করিনি বোবাকান্নার হিসাবও,
বেলি ফুলের মালা গুঁজেছি খোঁপায়,
দূরত্ব তবুও তো কমেনি।
তোমার নামে লেখেছি কত পঙক্তি,
ভালোবাসার আয়োজনে বেরসিক হইনি,
উচ্চরবে জানান দিয়েছি ভালোবাসি,
দূরত্ব একদমই কমেনি।
শরীরে ব্যামো বেঁধেছে আজ,
নানান চিন্তায় শুকিয়ে গেছি আমি,
টেবিলের উপর পড়ে থাকা ঔষধের শিশিগুলো-
দূরত্ব ঘুচিয়েছে মুমূর্ষু আমাতে।
আজ আর তেমন আশা করছি না,
দূরত্ব ঘুচাতে তেমন ইচ্ছা নেই,
বাড়ুক দূরত্ব অদৃশ্যের-
মরনের দূত শিয়রে দাঁড়িয়ে।
তেমন আশা করছি না, দূরত্ব ঘুচাতে তেমন ইচ্ছা নেই,
বাড়ুক দূরত্ব অদৃশ্যের-
মরনের দূত শিয়রে দাঁড়িয়ে। ___ এক্সিলেন্ট।
ধন্যবাদ ভাই।
চমৎকার প্রকাশ। অসাধারণ ভাবনার সমৃদ্ধ সৃজন কবি। শুভেচ্ছা
ধন্যবাদ ভাই