গর্বে অহংকারে
ভরে উঠেছে নদ নদী!
খর স্রোতে ভাঙ্গছে-
বুক পাঁজর-তবু দুঃখের
অন্ত নেই! খর মুখে
অভিনয়ে যত সব খেলা!
যতদূর সুখের ভেলা;
মাথা নেই যার দুপুর বেলা
কে সুধায় রাতের কায়া
মেঘ বৃষ্টি চেয়ে থাকে সোনা
গর্বে অহংকার ভরে যায়-
কনটুসি দেহের ভাজে কান্না
কে শুনে কথার বন্যা।
১১আষাঢ় ১৪২৯, ২৬জুন’২২
অসামান্য কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবিবরেষু মি. আলমগীর সরকার লিটন।
জি কবি মুরুব্বী দা
অসামান্য লাগার জন্য অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন————
অসাধারণ।। ভীষণ সুন্দর লিখেছেন l
জি কবি মহী দা
সুন্দর লাগার জন্য অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন————