সুখের খোঁজে ছুটছে মানুষ
সুখের খোঁজে ভাঙছে ঘর
সুখের জন্যই দিচ্ছে জীবন
গড়ছে আবার নতুন ঘর।
যাচ্ছে যাঁরা সুখের খোঁজে
পাচ্ছে কী সে সুখের পথ
মিটছে কি তাঁর পাবার আশা
কমছে কি তাঁর চাওয়ার ঘর?
জীবন যদি সে সুখেই বিতান
দুঃখ কি তা জানবে কেউ
জীবন কি তবে বাঁধা পড়া
আছড়ে পড়বে নতুন ঢেউ।
কোন জীবনের মায়ার পথে
পড়লে প্রেমে পাগল মন
ভেঙে যেজন বসৎ গড়ে
ভাঙবে দেখবে আবার কেউ।
তোমরা যাঁরা সুখের খোঁজে
নিত্য নতুন ভাঙছো ঘর
এমনি করে জীবন যাবে
আপন ভাবলেই হবে পর।
প্রকৃতি তুমি কোন আবেশে
সাজিয়ে রাখো তোমার ঘর
কালবৈশাখী বইবে কখন
জানলো কি কেউ আসবে ঝড়।
পৃথিবী বরই জটিল জায়গা
স্বর্গ নরক পাতাল তর
মত্ত আছে ধ্বংস গড়ায়
কেইবা জানে কাহার পর।
পৃথিবী বরই জটিল জায়গা
স্বর্গ নরক পাতাল তর
মত্ত আছে ধ্বংস গড়ায়
কেইবা জানে কাহার পর।