কোনো এক দূর সমুদ্রের বাতাসে
এসেছিল আষাঢ়ের সকালবেলা
বৃষ্টির জলভাসি থেকে-মেঘ
পাখির শরীরে নিদারুণ তাপ
ভিজাচ্ছিল ডানা-অতীতের উল্লাসে-
আর পাতার শব্দের সাথে-
আম্মার হাঁসগুলো উঠানে এসে
সঘন সাদাটে জলমঞ্চ
ঢালু হয়ে গড়িয়ে যায়-
সমুদ্র আলাপে-একটা বর্ষায়
এমন বৃষ্টির দিনে। গানে ভাসা-মুখ
বুনোগন্ধের শরীর, এলাচ বনে!
ঢালু হয়ে গড়িয়ে যায়-
সমুদ্র আলাপে-একটা বর্ষায় … এমন বৃষ্টির দিনে।