আল্লাহ তোমার আকাশ কত সুন্দর

285

ও করুণাময় তোমার সৃষ্টি এই আকাশ
আহা এখানেই যে তোমার কত নিয়ামতের বসবাস,
চোখ মেলে তাকালেই পাই শুদ্ধতার আলো,
ও মাবুদ তোমাকেই আমি বাসি ভালো।

ও আমার রব তোমার সৃষ্টির সৌন্দর্য মেঘ,
তুমিই তো অতি উত্তাপে বান্দার কল্যাণের জন্য
দাও বাড়িয়ে হাওয়ার বেগ,
তোমার আকাশে কত পাখ পাখালির বসবাস,
এক টুকরো আকাশে তাকিয়ে আমি ছাড়ি সুখের নিঃশ্বাস।

ও আল্লাহ্, তোমার আকাশে রহমত ভরা বান্দার জন্য,
তোমাকেই করি স্মরণ হরদম, তোমারে ভালোবেসে হই ধন্য;
কী সুন্দর মেঘে আকাশ রাখো ভরে,
তোমার আকাশ দেখে শান্তি রয় মন ঘরে।

ও প্রভু কত সুন্দর এই দুনিয়া তুমি করিয়াছো সৃজন
কত দয়াশীল, তুমি করুণাময় ভাবি বসে নির্জন;
তোমার আকাশে কত রঙের মেঘ উড়ে,
কখনো ভরো মেঘে কখনো রোদ্দুরে।

তোমার দয়া কত তোমার বান্দার জন্য, খুব বুঝি,
তোমার প্রতিটি সৃষ্টিতে তাই তোমার রহমতই খুঁজি,
তোমার পৃথিবীজুড়ে কত মোহ আছে ছড়িয়ে,
সুখে বেঁচে আছি তোমার দয়ায়, তোমার নিয়ামত
নিয়ে, নেই মন জুড়িয়ে।

কখনো আকাশ জুড়ে রঙধনু রঙের মেলা,
ও মহান রব তোমার আকাশ দেখে
কাটে সুখে বেলা;,
নীড়ে ফেরা পাখিদের মত আমি কল্প আকাশে উড়ে উড়ে
ফিরে যাই তোমার দান আমার ছোট্ট নীড়ে।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “আল্লাহ তোমার আকাশ কত সুন্দর

  1. ও প্রভু কত সুন্দর এই দুনিয়া তুমি করিয়াছো সৃজন
    কত দয়াশীল, তুমি করুণাময় ভাবি বসে নির্জন;
    তোমার আকাশে কত রঙের মেঘ উড়ে,
    কখনো ভরো মেঘে কখনো রোদ্দুরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।