যেমন সাক্ষী হলাম। কাঠগড়ায়…
দিনশেষে চুপকথার মুখোমুখি
ঘোমটা খুলে ঘরহীন বাতাস
শিস দিয়ে হাসছে
কুসুম বাচ্চা-কিশোরি ফুল
অজ্ঞাত পাখি সাতদিন ডাকছে
এই ভেবে তালি ছুঁড়লাম
নৈঃশব্দ্যের পাশে
আর আলিঙ্গনে ফিরলাম
নিজ ভেতর
কবে মানুষ ছিলাম,
কবে ম্যাজিক উর্বর
নরম স্নিগ্ধতা-আমাদের শেকড়ে
কী আলো ছিল, আরও কিছু?
নরম স্নিগ্ধতা-আমাদের শেকড়ে
কী আলো ছিল, আরও কিছু? ___ কবিতায় স্নিগ্ধ কথপোকথন।