চাপা

images চাপা

রাস্তা রাস্তা ও রাস্তা
চাপা দিলে চাপা লাগে
না দিলে ঝগড়া!
আমায় বন্ধু কষ্ট লাগে
বর্ষা দিনে কাঁদা-
ফাল্গুন রাতে আগুন
ঐ পাড়ার রাস্তা;

ধূলি বালি উড়ে যায়
মেঘের বাড়ি- মাটির
গন্ধে পিরিতি বন্ধু!
কেনো রাখো আড়ি;
ফুলের মতো হতে চাই
অযথা কেমনে মার যাতা
তবুও পাপে জড়াও কাঁথা;

২১আষাঢ় ১৪২৯, ০৫জুলাই’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “চাপা

  1. অসাধারণ কাব্য রচনা। চমৎকার শব্দ চয়ন। ভীষণ মুগ্ধকর পাঠে ।

    1. জি মহী ধন্যবাদ

      ভাল ও সুস্থ থাকবেন—–

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ

      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।