যতবার কাছে আসো
বুক উঁচু হয় প্রলম্বিত শ্বাসে
এক চুমুতে মুখামৃতও টেনে নাও
ফিরে আসে প্রাণ দেহে
ফেরে মন নিজ বলয়ে
চলে যাও যতবার
অবাক হয়ে রই
খুঁজে ফিরি আরো কত ছিল ভুল
উপোস্য জীবনে থাকব আরও অভুক্ত?
আরো নতমুখী?
সমর্পণ জানেনা বি-জাতের ভাষা
দুঃখ নয়, ক্লান্তি নয়, বিষাদ নয়
চুল থেকে নাভিমূল পর্যন্ত
প্রেম কোনো ভাষারই শিক্ষা দেয়
কাম নিয়ে তাই বুক খুঁড়ি যতবার
উথলে ওঠে নদীজল ঘোলাই বারংবার।
খুঁজে ফিরি আরো কত ছিল ভুল
উপোস্য জীবনে থাকব আরও অভুক্ত?
আরো নতমুখী?