অস্থির

images

যতবার কাছে আসো
বুক উঁচু হয় প্রলম্বিত শ্বাসে
এক চুমুতে মুখামৃতও টেনে নাও
ফিরে আসে প্রাণ দেহে
ফেরে মন নিজ বলয়ে

চলে যাও যতবার
অবাক হয়ে রই
খুঁজে ফিরি আরো কত ছিল ভুল
উপোস্য জীবনে থাকব আরও অভুক্ত?
আরো নতমুখী?

সমর্পণ জানেনা বি-জাতের ভাষা
দুঃখ নয়, ক্লান্তি নয়, বিষাদ নয়
চুল থেকে নাভিমূল পর্যন্ত
প্রেম কোনো ভাষারই শিক্ষা দেয়
কাম নিয়ে তাই বুক খুঁড়ি যতবার
উথলে ওঠে নদীজল ঘোলাই বারংবার।

1 thought on “অস্থির

  1. খুঁজে ফিরি আরো কত ছিল ভুল
    উপোস্য জীবনে থাকব আরও অভুক্ত?
    আরো নতমুখী? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।