নীল আকাশের মাঝে
নীহারিকার সাজে
নিত্য দেখি তোরে,
কত সুন্দর তুই
স্বপ্নে তোকে ছুঁই
দিবার রাঙা ভোরে।
নীলে নীলে ভেসে
কোথায় যাস তুই শেষে
জানতে আমি চাই,
কোথায় তোর ওই বাড়ি
পড়িস কি তুই শাড়ি
তোর উপমা নাই।
রচনাকালঃ
২৯/০৬/২০২২
নীল আকাশের মাঝে
নীহারিকার সাজে
নিত্য দেখি তোরে,
কত সুন্দর তুই
স্বপ্নে তোকে ছুঁই
দিবার রাঙা ভোরে।
নীলে নীলে ভেসে
কোথায় যাস তুই শেষে
জানতে আমি চাই,
কোথায় তোর ওই বাড়ি
পড়িস কি তুই শাড়ি
তোর উপমা নাই।
রচনাকালঃ
২৯/০৬/২০২২
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর উপস্থাপন।
শুভ কামনা রইলো অফুরান।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল।।
বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম। একরাশ শুভকামনা।
ঈদ মোবারক।।
শুভকামনা রইল।।