বাসি ফুলের ইবাদত

তুমি রান্নাচড়ানোর মতো শরীরের পোড়া গোস্ত
নোনাশ করতে করতে এ্যাম্বুলেন্সের ডিপফ্রীজে
বয়ে নিচ্ছ আর যান্ত্রিক মেশিনের হর্ণে মিশে যাচ্ছে
রুহধ্বনি, আর কত? গতকাল বাপে কইয়্যাছে
হাঁপানির ওষধে শেষবারের মতো রোগ সারবার
কথা। মায়ের পরোনি শাড়ি ছিড়ে গেছে। আহা!
দারুণ অভিযোগ, বিষণ্ণ ঘামে এতবড় সুসাস্থ্য
আবদার তাড়া করে-দিন শেষে করুণ চিলের মতো;

লাল ইটের দেওয়ালি পোস্টারে সাজানো বিজ্ঞাপন
একটা কিনলে আরেকটা ফ্রী, অথচ পয়সা থাকে না
পয়সাগুলো বেশিরভাগ মাছেদের চোখ হয়ে প্রায়
বাঁকানো হৃদয়ে যাত্রীহীন রেলগাড়ি অবতরণ করেছে
আমি যাচ্ছি। তারা যাচ্ছে-কেবল মধ্যবিত্ত জীবন
ভেঙ্গেভুঙ্গে তাণ্ডব চালিয়ে একেবারে ঠিক সেখানে
সজ্জিত শাদা কাপড়ে যোগচিহ্ন বিশাল হাসপাতাল
প্রশান্ত বাতাসে দোল খাচ্ছে বাসি ফুলের ইবাদত
ক্ষত বিক্ষত নাগরিকের পিঠে কিংবা লাশের বুকে
নুয়ে পড়া ট্রাফিক পুলিশের সিগন্যাল পেরোয়-
কাঠালিবনের দোয়েল শিস থেকে অপরাহ্ন দীর্ঘশ্বাস
বিষণ্ণ দুর্যোগ মনে রেখে উপচে পড়ে সুখ-অশ্রু!

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

1 thought on “বাসি ফুলের ইবাদত

  1. বাসি ফুলের ইবাদত
    ক্ষত বিক্ষত নাগরিকের পিঠে কিংবা লাশের বুকে
    নুয়ে পড়া ট্রাফিক পুলিশের সিগন্যাল পেরোয়-
    কাঠালিবনের দোয়েল শিস থেকে অপরাহ্ন দীর্ঘশ্বাস
    বিষণ্ণ দুর্যোগ মনে রেখে উপচে পড়ে সুখ-অশ্রু! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।