বৃষ্টির আকাশে আজ রেখেছি চোখ

2842

বৃষ্টিরা ঝরে যায় অথচ আকাশে শুভ্র মেঘের আনাগোনা
আকাশের বুকে হয়ে যায় অগণিত স্বপ্ন বোনা,
উড়ন্ত মেঘে মন রেখে দেই, মন চলে যায় দূর,
বৃষ্টির আকাশে মেঘ আহা মনে সুখ এক সমুদ্দুর।

যাক মেঘ’রা উড়ে যাক, ফিরে আসুক আমার আকাশে
আমি বৃষ্টির হাওয়া টেনে নেব নিঃশ্বাসে
কী সুখ ছড়িয়ে রয় মনের বাড়ী,
ইচ্ছে হয় মেঘেদের দেশে দেই এবেলা পাড়ি।

পাখিরা যে নেই আকাশে, ওরা পাতার ছাতার নিচে
পাখি ছাড়া আকাশের রূপ যেন মিছে;
ডানা মেলা পাখিদের দেখলে মন হয়ে উঠে দুরন্ত
আকাশের বুকে মেঘেদের আনাগোনা, মেঘেদের নেই অন্ত।

নীল সাদা আর কালো মেঘের হুড়োহুড়িতে সূর্য কোথায়
ইচ্ছে করে মেঘগুলো বেঁধে রাখি ভালোবাসার সুতায়;
মেঘের নদীতে যদি দিয়ে দেই ডুব,
যদি হারাই, আমাকে দেখতে কী ইচ্ছে কারো খুব?

নীল ছুঁয়ে থাকে যে মন, সে মন আকাশ দেখলেই খুশি
মন পিঞ্জরে আমি শুভ্রতাকেই হরদম পুষি
ভালোবাসি ঐ মেঘ ভর্তি আকাশ
যেখানে কেবল শুদ্ধতার বসবাস।

মেঘ’রা আমায় রাখে ভালো
মনে দেয় ছড়িয়ে পবিত্রতার আলো;
আকাশ দেখে দেখে যদি চলে যায় বেলা;
আমি ভাসাবো তবুও নীলে আমার সুখের ভেলা।

(স্যামসাং এস নাইন প্লাস, মতিঝিল)

3 thoughts on “বৃষ্টির আকাশে আজ রেখেছি চোখ

  1. মেঘ’রা আমায় রাখে ভালো
    মনে দেয় ছড়িয়ে পবিত্রতার আলো;
    আকাশ দেখে দেখে যদি চলে যায় বেলা;
    আমি ভাসাবো তবুও নীলে আমার সুখের ভেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর স্তবকে সমাপ্তি!

    ভীষণ হৃদয়ছোঁয়া নিবেদন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।