একটা নাভিশ্বাসে জমে থাকে আকুতি।
ঠোঁট কাঁপানো গল্পের মায়া-তুমি চাইলে
স্লাইস পাউরুটির মতো মাদাম ঘ্রাণে
জুড়ে যাব। দুই জোড়া বুকস্তর, খাঁচাবনে-
অলীক ঘোরের ভেতরে ইউনিক প্রণয় ছুঁয়ে
রাত্রিদিবসে-হেলান দিয়ে তুমি ঘুমাবে।
সদ্য পরাণের কাঁধে নুয়ে দুইশত কোটি বছর…
লাল ইটের দালানে বাড়ন্ত বটগাছ
পাখিদের নৃত্যঙ্গ রটে যেতে যেতে
চা বিকেলের অপরাহ্ন ছায়া গুছিয়ে
সন্ধের নিকটবর্তী ঘাসফুলের বাচ্চাকাচ্চা
জোনাকপোকার মতো নক্ষত্র জ্বলবে
আমরা আলিঙ্গনে জেগে দেখব’ স্থির দুইজন!
সন্ধের নিকটবর্তী ঘাসফুলের বাচ্চাকাচ্চা
জোনাকপোকার মতো নক্ষত্র জ্বলবে
আমরা আলিঙ্গনে জেগে দেখব’ স্থির দুইজন!