এই শহরের সব ভালোবাসা

এই শহরের সব ভালোবাসা
মরে গেছে ভাইরাসে,
তুমি আর তারে
পাবে না হৃদয়ের ক্যানভাসে।
ভালোবাসা নেই আর
গোলাপের সুরভিত সৌরভে,
ভালোবাসা নেই আর
রমণীর মুখরিত গৌরবে।
ভালোবাসা নেই আর
যমুনার কালো জলে,
ভালোবাসা নেই আর
শ্রাবণের নবধারা ঢলে।
এই শহরে কোন ভালোবাসা
আর জাগিবেনা উদ্ভাসে,
কেউ আর তারে
পাবেনা কারো উল্লাসে।
মন ও মননে অসহ্য পীড়ন,
তবুও চলছে সাধের জীবন।

1 thought on “এই শহরের সব ভালোবাসা

  1. ভালোবাসা নেই আর
    শ্রাবণের নবধারা ঢলে।
    চারিদিকে প্রেমহীন ব্যস্ততার পীড়ন,
    তবুও চলছে রোবোটিক জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।