মৃত দুপুর। গিন্নি মেঘ উড়ে যায়
আষাঢ়ে ব্যাপার-ঢাকার দিনে
এমন ভ্রমণরত-এক অ্যাম্বুলেন্স
বিষণ্ণ নীলবাড়িটার পাশে-নগর
এ রকম যেন বাউন্ডারি ওয়াল
আর্টের চিত্র/আলো নিয়ে পালায়
শীতলাগা সন্ধ্যে-অপহৃত শহর
নৈঃশব্দ্য গড়ায়-বৃষ্টির টিউনে
শাদা জোনাকির সাথে উড়ছিল
ফের আখ মেশিনের কাচের গ্লাস
নীল যন্ত্রণা-মিরিন্ডা কালার চাঁদ
কালো রাত কালো দিনে-গভীরতা
হায় প্রেম, দুপুরের অন্তঃসত্ত্বা মোম!
যেন বাউন্ডারি ওয়াল …
আর্টের চিত্র/আলো নিয়ে পালায়
শীতলাগা সন্ধ্যে-অপহৃত শহর …
বেশ ভাবনাময় কবি দা