চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি! (গীতিকাব্য)

tty

চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!
তোরই আশায় রয় জেগে এই
ব্যাকুল দু’টি আঁখি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!

দিন শেষে যেই আঁধার নামে তৃষ্ণা উঠে জ্বলে,
কাঁপন চেপে হাত পেতে রই জ্যোৎস্না দিবি বলে।
মন হলে রে ধৈর্যহারা
ক্ষণে ক্ষণে দিই ইশারা
রোজ লুকিয়ে বুকের ব্যথা ডাহুক সেজে ডাকি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!

ভাদর ভুলে দ্যাখ দিয়ে তুই ভাঙা ঘরে উঁকি,
রাখছি কতো আদর ঢেকে তোর তরে রে লুকি!
গাই বলে গান ভাঙা দোরে
জোনাক কতোই গোসসা করে
পূবাল বাতাস চায় না দিতে হিমেল পরশ মাখি –
চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি! (গীতিকাব্য)

  1. অসাধারণ লিখেছেন। আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ‍ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. গাই বলে গান ভাঙা দোরে
    জোনাক কতোই গোসসা করে
    পূবাল বাতাস চায় না দিতে হিমেল পরশ মাখি –
    চন্দ্র রে তুই দিস্ নে আমায় ফাঁকি!
    ___ চমৎকার ক্রিয়েশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অফুরাণ আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।