মেঘ দেখে আর করি না ভয়

292

কালো মেঘ দেখলেই আকাশে ভয় পেতাম খুব
মনে হতো মন আকাশই হয়ে আছে কালো,
দিনের আলো নিভে গেলে মন হতো বিষণ্ণ
ভাবতাম এমন দিন কী তবে আমারই জন্য।

মন বিষণ্ণ সারা বেলা…বারোমাস
এখন আর দিন কালোতে পাই না ভয়,
মনের মতই দিন কখনো হয়ে থাকে অন্ধকার,
বিষাদে পূর্ণ জীবন তা ভাবাই যে বেকার।

এখন আকাশে তাকিয়ে ভাবি, থাকুক দিন এমন
ভয় পাই না, ডাকুক মহুর্মুহু বজ্র নিনাদ,
আমি শিখে গিয়েছি কী করে থাকতে হয় মন্দ,
দিন কালো নিয়ে মনে নেই আর দ্বন্দ্ব।

আকাশে তাকিয়ে আকাশকে বলি
ও আকাশ তুই ফুটাস নে রোদ্দুর,
থাকুক এমন যেমন আমার মনের মতন
আমি আর সুখ সাজাই না মনে করে যতন।

কতই না দেখলাম, কতই ভাবলাম
কেউ আমার কথা ভাবেনি
আমার মন সেই বিবর্ণ আকাশ যেমন,
এখন আর বিষাদে মন করে না কষ্টে কেমন কেমন।

মেঘলা আকাশের মত মন থাকুক
আমার ভালো লাগে,
দুঃখী দুঃখী থাকি, আর ছন্দ করি আহরণ
আমার কবিতা আছে, আমি নিয়েছি তাকেই স্বযতনে বরণ।

.
(ছবি: স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

1 thought on “মেঘ দেখে আর করি না ভয়

  1. মেঘলা আকাশের মত মন থাকুক
    আমার ভালো লাগে,
    দুঃখী দুঃখী থাকি, আর ছন্দ করি আহরণ
    আমার কবিতা আছে, আমি নিয়েছি তাকেই স্বযতনে বরণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।