নোটের আমি নোটের তুমি
নোট আইডি তে চেনা
নোটানোটি চুলোচুলি
নোট কি কারো কেনা!
আজকে নোট তেনার কাছে
কালই ইডিখানায়
আধেক নোট ইধার ওড়ে
বাকি ধানাই পানাই।
গেরুয়া নীল সবজে সাদা
নোটের নানান কিসিম
সাদা নোট প্যাংলা রোগা
কালোর প্রতাপ অসীম।
কোথায় আছে হারানো নোট
খুঁজতে নামে ইডি
ছ পার্সেন্ট মাত্র ইধার
রেস্ট বিদেশী সিডি।
আম পাবলিক হাহুতাশে
বিক্রি মাইনাস দামে
রাত ফুরালেই লাইন মারে
ব্যাংকে এটিএমে।
আসল নোট তো ছুপারুস্তম
রিয়েল এস্টেটিয়ার
মন্ত্রী শান্ত্রি রাজা গজা
তাদের স্পেশাল ডিয়ার।
সবার জন্য দুহাজারী
পাঁচহাজারী শাসন
মন্ত্রী সখীর হুকুমতে
কোটি নোটের রোশন।
কালোবাজারী ম্যাংগো পিপল্
তাদের কাজে ত্র্যস্ত
তুঘলকি রাজ সবই সাদা
আদার্স চোর মস্ত।
নোটানোটি ছোটাছুটি
নোটের বাজির ধুম
নোটের খবর খাচ্ছে গিলে
আম পিঁপড়ের ঘুম।
আসল নোট তো ছুপারুস্তম
রিয়েল এস্টেটিয়ার
মন্ত্রী শান্ত্রি রাজা গজা
তাদের স্পেশাল ডিয়ার।
সবার জন্য দুহাজারী
পাঁচহাজারী শাসন
মন্ত্রী সখীর হুকুমতে
কোটি নোটের রোশন।