একজন মানুষ চাই

672851

একজন মানুষ চাই
মানুষ তার সৃষ্টির চেয়ে বড় নয়

জীবন যদি একটা পথ হয়
তবে সে পথে অনেক জীবনের সন্ধান পাবেন।
এই পথ পরিচর্যার জন্য নির্দিষ্ট মানুষের প্রয়োজন
জীবন একটি বৃক্ষ স্বরূপ হলেও হতে পারে;
তবে সে বৃক্ষের একেকটি পাতা মানব জীবনের একেকটি কোষ।

সেখানে একটি পাতা ঝরে গেলে
একটি কোষের মৃত্যু হবে
এর জন্য নির্দিষ্ট মানুষের পরিচর্যার প্রয়োজন হয়।

জীবন একটি স্বাধীন সত্তা
যাতে জীবন স্বাধীন থাকে
তার জন্য কিছু পরিবেশ তৈরি করতে হয়।
স্বাধীন আইন প্রণয়ন করতে হয়।
যাতে সেই স্বাধীন আইন প্রণয়নের মাধ্যমে
স্বাধীনতা বলবৎ থাকে
এর দেখভালের জন্যও একজন মানুষের প্রয়োজন।

জীবন একটি লম্বা পথ।
জীবন একটি লম্বা বটবৃক্ষ।
জীবন একটি লম্বা ও বিস্তৃত মরুভূমি।
জীবন একটি লম্বা ও বিস্তৃত সাগর- মহাসাগর।

জীবনের এই বিস্তৃত পথে
যাতে তার পরিবেশ দূষণ না হয়
সেটা দেখ-ভালের জন্য মানুষের প্রয়োজন।

কারণ জন্ম যেখানে একা মৃত্যুও হবে একা
কিন্তু মানুষ তার মাঝখানে
একাকী পথ পাড়ি দিতে পারে না
মানুষ তার বয়সের মাঝখানে
সুবিসাল সাম্রাজ্য তৈরি করে
যে সাম্রাজ্যের ভেতরে একটা মহাকালের আবহমান মায়াজাল রচিত হয়।

সেই মায়াজালের আবদ্ধতা থেকে বাইরের মহাজগতে ফিরতে কষ্ট হয় বলেই একজন মানুষের প্রয়োজন। মানুষ অমর নয় তবে মানুষের কর্মগুলো অমর হয়।
মানুষ ধর্মের প্রবর্তক, মানুষ কর্মের প্রবর্তক,
মানুষ তার এক জীবনের পথ ধরে অনেক কিছু প্রবর্তক হয়।

কিন্তু একজন মানুষ
শুধু তার নিজেরই প্রবক্তক হতে পারে না
মহাকালের এই ভ্রাম্যমান পৃথিবীতে
মানুষের নিদর্শনই বলে দেয়
মানুষ তার কর্মের চেয়ে বড় নয়
মানুষ তার সৃষ্টির চেয়ে বড় নয়।

এসব প্রকাশ করার জন্য হলেও একজন মানুষ চাই।
যে হবে আত্মার আরতি
তাছাড়া জীবন অপূর্ণই রয়ে যায়
তাছাড়া জীবন মর্মর ধ্বনির মত ক্লান্তই রয়ে যায়।

2 thoughts on “একজন মানুষ চাই

  1. প্রকাশ করার জন্য হলেও একজন মানুষ চাই।
    যে হবে আত্মার আরতি
    তাছাড়া জীবন অপূর্ণই রয়ে যায়
    তাছাড়া জীবন মর্মর ধ্বনির মত ক্লান্তই রয়ে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মানুষের নিদর্শনই বলে দেয়
    মানুষ তার কর্মের চেয়ে বড় নয়
    মানুষ তার সৃষ্টির চেয়ে বড় নয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।